Apan Desh | আপন দেশ

এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০:২২, ৩ জানুয়ারি ২০২৫

আপডেট: ১২:৪২, ৩ জানুয়ারি ২০২৫

এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ছবি : আপন দেশ

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (০৩ জানুয়ারি) ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখি লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন। 

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানি এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিরাজদিখানের নিমতলা দুর্ঘটনায় নিহতরা হলেন–আব্দুল্লাহ পরিবহণের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাঁও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও বাসযাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান (২৭)।

তবে শুক্রবার ভোরে নিহতদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ক্যামিলায়া সরকার জানান, রাতে দুজনের মরদেহ হাসপাতালে আনা হয়, ভোরে আরও দুজনের। ভোরে নিহত ব্যক্তিদের আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। 

বৃহস্পতিবার রাতের দুর্ঘটনার বিষয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি জানান, ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন। 

এর আগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয়জন নিহত ও চারজন গুরুতর আহত হন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়