ছবি: আপন দেশ
দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। শনিবার (৪ জানুয়ারি) রোদের ঝিলিকের মধ্যে দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শীতের তীব্রতা থেকে বিপর্যস্ত হয়ে পড়েছে এলাকার স্বাভাবিক জীবনযাত্রা।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, এক সপ্তাহ ধরে অব্যাহত মৃদু শৈত্যপ্রবাহের পর আজ দিনাজপুরে তাপমাত্রা কিছুটা কমেছে। ৩ জানুয়ারি তাপমাত্রা ছিল ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। যা আজ কমে ৮ ডিগ্রি সেলসিয়াস হয়ে সর্বনিম্ন রেকর্ড হয়। এ তাপমাত্রা ছিল সারা দেশে সর্বনিম্ন।
এদিন সকাল ১০টার পর রোদের ঝিলিক থাকলেও শীতের প্রকোপ ছিল অনুভূত। তবে দুপুরের দিকে রোদের তীব্রতা বাড়ায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়। দিনে দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে উত্তরাঞ্চলে অব্যাহত শৈত্যপ্রবাহের কারণে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত তীব্র শীত অনুভূত হওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও অসহায় মানুষ। বিশেষ করে নিম্নআয়ের খেটে খাওয়া মানুষরা দিন যাপন করছেন অত্যন্ত কষ্টে। ঠান্ডা থেকে বাঁচতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।