Apan Desh | আপন দেশ

নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ১৮ শিক্ষার্থী

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪১, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৯:৪১, ৪ জানুয়ারি ২০২৫

নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ১৮ শিক্ষার্থী

শিক্ষার্থীদের হাতে উপহারের বাইসাইকেল তুলে দেন মসজিদ নির্মাতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

পাবনার ঈশ্বরদীতে নবনির্মিত মসজিদে ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে বাইসাইকেল উপহার পেয়েছে ১৮ জন শিক্ষার্থী।
 
শনিবার (০৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বাঁশেরবাদা গ্রামে শিক্ষার্থীদের হাতে উপহারের বাইসাইকেল তুলে দেন মসজিদ নির্মাতা আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

আয়োজক সূত্রে জানা যায়, বাঁশেরবাদা গ্রামের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, বাঁশেরবাদা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক স়ভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব নিজ এলাকায় বায়তুল্লাহ নুর জামে মসজিদ নামে একটি নতুন মসজিদ নির্মাণ করেছেন।

নির্মাণকাজ শেষে  তিনি ঘোষণা দেন স্কুল পড়ুয়া যে সকল শিক্ষার্থী একাধারে ৪০ দিন জামাতের সাথে এ মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে তাদেরকে একটি করে বাইসাইকেল উপহার দেয়া হবে। তার প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ জন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অস্ট্রেলিয়া প্রবাসী শিক্ষাবিদ আহানাফ আবিদ সামিন।  

নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হাফেজ মাওলানা নাসির আহমাদ, হাফেজ মাওলানা নিজাম উদ্দিন, হাফেজ মাওলানা আবদুল আজিজ, হাফেজ মাওলানা জিয়াউল ইসলাম বিশ্বাস, হাফেজ মাওলানা শাহরিয়ার, হাফেজ মাওলানা রিয়াজুল ইসলাম রনি, হাফেজ মাওলানা ওমর ফারুক, হাফেজ মাওলানা বেলাল হোসেন, হাফেজ মাওলানা রফিকুল ইসলাম ও বায়তুল্লাহ নুর জামে মসজিদের সভাপতি মাসুদুল হাসান মাসুদ।

বক্তারা বলেন, বায়তুল্লাহ নুর জামে মসজিদে ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায় করা শিক্ষার্থীদের বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। এটি খুবই ভাল উদ্যোগ। একজন ইমামেরও দীর্ঘ ৪০ দিন একাধারে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ানো অনেক সময় সম্ভব হয়না। কিন্তু  শিশু শিক্ষার্থীরা একাধারে ৪০ দিন মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করেছেন। এটি ইতিবাচক ও প্রশংসনীয়। তারা এ ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করেন বক্তারা।

আয়োজক আলহাজ্ব মো. নজরুল ইসলাম বিপ্লব বলেন, আমাদের দেশের শিশু কিশোররা পথ ভ্রষ্ট হয়ে বিপথে চলে যায়। শিশু কিশোরদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছিল। আলহামদুলিল্লাহ। অন্তত ১৮ জন শিশু শিক্ষার্থী নামাজ পড়তে উৎসাহিত হয়েছে। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়