Apan Desh | আপন দেশ

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:১১, ৫ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ছবি: আপন দেশ

‌‌‘উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার’ এ প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩১০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।

রোববার (৫ ডিসেম্বর) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুর এলাকার বিভিন্ন স্থানে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।

কম্বল পেয়ে পার্বতীপুর এলাকার বিধবা নারী আমেনা বেওয়া বলেন, কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের মসম কোনা ভালো ভাবে পার হইবে!

সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয় যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।

আপন দেশ/এমবি


 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়