Apan Desh | আপন দেশ

ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৪৯, ৫ জানুয়ারি ২০২৫

ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত, আটক ২

ছবি: আপন দেশ

নোয়াখালী সদর উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় তিন সমন্বয়ক আহত হয়েছেন। রোববার (০৫ জানুয়ারি) রাত ২টার দিকে মাইজদীর মধুসূদনপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। 

আহত সমন্বয়করা হলেন- নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র সমন্বয়ক মেহেদী হাসান সীমান্ত (২৪), স্থানীয় ছাত্র সমন্বয়ক মামুনুর রশীদ তুষার (২৬) ও হাসান আহম্মেদ গালিব (২৬)।

সুধারাম থানার উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান খাঁন জানান, পূর্ববর্তী বিরোধ নিয়ে ওই এলাকায় সমন্বয়কেরা গিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। পরে তারা সেনাবাহিনীর ক্যাম্পে গিয়ে বিষয়টি সমাধান করছিলেন। তখন কিছু লোক তাদের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। যাতে তারা চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে বলে অভিযোগ করা হয়।

ফেসবুক পোস্টটি ছড়িয়ে পড়লে রাত দেড়টার দিকে সমন্বয়করা বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য ঘটনাস্থলে পৌঁছান। তখনই কিছু লোক তাদের ওপর হামলা চালায়। আহত অবস্থায় সমন্বয়করা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় বাপ্পী (২৮) ও ফাহাদ (৩০) নামে দুই জনকে আটক করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় এখনো জানা যায়নি। তবে তা খতিয়ে দেখা হবে।  

নোবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল জকি হোসেন জানান, এ হামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহবান জানান।

সুধারাম থানার ওসি কামরুল ইসলাম বলেন, যৌথবাহিনী অভিযান চালিয়ে রোববার সকালে দুই জন’কে আটক করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়