ছবি: আপন দেশ
কুড়িগ্রামের রৌমারীতে মাদক বিরোধী অভিযানে ৯৪ বোতল বিদেশি মদসহ সুমন আহমেদ (২২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (০৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকা থেকে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি সুমন আহমেদ কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রৌমারী থানা পুলিশের একটি দল রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার কাঁঠালবাড়ি কোনাচীপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। অভিযানে ওই এলাকার মাদক কারবারি সুমন আহমেদকে ৯৪ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়।
রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, গ্রেফতারকৃত ওই মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
আপন/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।