Apan Desh | আপন দেশ

রাবিপ্রবিতে দ্রুত ভিসি নিয়োগের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

রাঙামাটি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৩, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:১৪, ৬ জানুয়ারি ২০২৫

রাবিপ্রবিতে দ্রুত ভিসি নিয়োগের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ছবি: আপন দেশ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে শহরের বনরূপা এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন।

এসময় পুরো শহরে ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা শহরের মূল সড়কে ব্যারিকেড দিয়ে ভিসি নিয়োগ দেয়ার এক দফা এক দাবি পূরণে সমাবেশস্থল স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে। 

এসময় তারা বলেন, বুধবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ না দিলে কঠিন কর্মসূচি পালন করা হবে বলে জানান। তাদের এ দাবি না মানলে জেলা প্রশাসক থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা। 

এ দিকে সমাবেশস্থলে শিক্ষার্থীদের সাথে দেখা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ও জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান দীপু। 

শিক্ষার্থীরা এসময় প্রশাসনিক কর্মকর্তা ও রাজনীতিবিদদের তাদের দাবি পূরণের দাবি জানান। অতিসত্বর দাবি না মানলে কঠোর কর্মসূচি পালন করা হবে বলে জানান তারা।

এর আগে জুলাই বিপ্লবের সময় ছাত্রদের আন্দোলনের মুখে গত বছরের ১৮ আগস্ট রাবিপ্রবির ভিসি, প্রো- ভিসি পদত্যাগ করেছিলেন। বর্তমানে সাড়ে চারমাস ধরে বিশ্ববিদ্যালয়ে শূন্য পদে ভিসি, প্রো- ভিসি নিয়োগ দেয়নি সরকার।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়