ছবি: আপন দেশ
অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় সাতক্ষীরায় তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (০৫ জানুয়ারি) রাত ১২টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির সদস্যরা তাদের আটক করে। অভিযানে নেতৃত্ব দেন কালিয়ানী বিওপির এসআইপি সদস্য নায়েক মো. জাহাঙ্গীর হোসেন।
আটককৃতরা হলেন- সাতক্ষীরা পৌরসভার বাঁকাল এলাকার মৃত রতন ঘোষের মেয়ে তৃপ্তি বিশ্বাস (২০), হারাদ বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।
সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের সময় পাসপোর্ট ছাড়াই সীমান্ত অতিক্রমের চেষ্টারত অবস্থায় এ তিনজনকে আটক করা হয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে তাদের পরিচয় যাচাই করা হয়।
বিজিবি অধিনায়ক আরও জানান, পাসপোর্ট ছাড়া অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে আটককৃতদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।