ফাইল ছবি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় এসআইসহ ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। আসামি নিয়ে নেয়ার অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, রোববার (০৫ জানুয়ারী) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ভুরুঙ্গামারীর চরভূরুঙ্গামারী ইউনিয়নের বাবুরহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ ১ হাজার ৬২০ পিস ইয়াবা টেবলেট সহ হাফিজুল ইসলাম ও তার স্ত্রী হাসিনা আক্তারকে আটক করে। তাদের পুলিশ ভ্যানে তুলে আনার সময় বাবুর হাট বাজারে পৌছামাত্র গ্রেফতারকৃত হাফিজুলের বড় ভাই আশরাফুলসহ আরও এক ব্যক্তির নেতৃত্বে প্রায় শতাধিক ব্যক্তি পুলিশের গাড়ী আটক করে।
গ্রেফতারকৃত মাদককারবারীদের হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেয়। খবর পেয়ে রাতেই জেলা পুলিশ ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় একই ইউনিয়নের হুচার বালা গ্রামের আব্দুস ছালামের পুত্র আনোয়ার হোসেন আরিফ (৩২) ও তার পিতা আব্দুস ছালামকে গ্রেফতার করে।
অপরদিকে সোমবার (০৬ জানুয়ারী) দুপুরে জেলা পুলিশ, ডিবি ও থানা পুলিশের যৌথ টিম আবারও অভিযান চালায়। স্থানীয় আরাজি পাইকডাঙ্গা গ্রামের সন্দেহভাজন মৃত তফের আলী (৫০), এরশাদুল আলম (৪০) ও হাসিনা আক্তারকে (২৮) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। অপরদিকে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে এসআই আরিফ মাহমুদ আপেল, এএসআই আলমগীর হোসেন, কনস্টেবল সবুজ চন্দ্ররায়, বিনয়চন্দ্র বর্মণ, শফিউল্লাহ ও মিজানুর রহমানকে রাতেই কুড়িগ্রাম পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা বলেন, দায়িত্বে অবহেলার কারণে অভিযানে থাকা ৬ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।