Apan Desh | আপন দেশ

অবৈধ রেলক্রসিংয়ে প্রাণ গেল পাঁচজনের

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৫, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:১৩, ৭ জানুয়ারি ২০২৫

অবৈধ রেলক্রসিংয়ে প্রাণ গেল পাঁচজনের

সংগৃহীত ছবি

ফরিদপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর ১২টায় গেরদার অবৈধ রেলক্রসিংয়ে মধুমতী এক্সপ্রেস ট্রেন মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে তিনজন ঘটনাস্থলে ও দুইজন হাসপাতালে মারা যান।

ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৯ জন ছিলেন বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা যায়, গেরদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। ওই পথে অবৈধ রেলক্রসিং রয়েছে। অনুমোদিত রেলক্রসিং না হওয়ায় ওই স্থানে রেলবিভাগের কোনো তত্ত্বাবধান নেই। দুপুরে মধুমতী এক্সপ্রেস নামের ট্রেনটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরদা থেকে মুন্সিবাজারের দিক আসছিল। এ সময় দুপুর সোয়া ১২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে দুইজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুইজনই নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।

জেলা প্রশাসক মো. কামরুল হাসান জানান, নিহতদের দাফনের খরচ বহন করা হবে। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে পদক্ষেপ নেয়ার আশ্বাস দিয়েছেন।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়