সোনাইমুড়ী থানার লুট হওয়া চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
নোয়াখালীর সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার নদোনা ইউনিয়নের উত্তর শাকতলা এলাকার ডাকাতিয়া খালের পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার মো.আব্দুল্লাহ আল ফারুক এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট দুস্কৃতিকারীরা সোনাইমুড়ী থানা আক্রমণ করে। ওই সময় চায়না রাইফেলটি লুট হয়। বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়। অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।