Apan Desh | আপন দেশ

পরকীয়ায় বাধা দিয়ে গোপনাঙ্গ হারালেন ঈমাম

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০:০১, ৮ জানুয়ারি ২০২৫

পরকীয়ায় বাধা দিয়ে গোপনাঙ্গ হারালেন ঈমাম

ছবি : আপন দেশ

মাদারীপুরের কালকিনিতে এক ব্যাক্তির গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠছে। পরকীয়ায় বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে এ কাণ্ড ঘটান প্রবাসীর স্ত্রী ও তার প্রেমীক। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়েছেন। 

মঙ্গলবার (০৭) বিকেলে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর রমজানপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আহতরা হলেন- উপজেলার রমজানপুর এলাকার উত্তর রমজানপুর গ্রামের আখতার বেপারী ছেলে ঈমাম বেপারী (৪০), তার ভাতিজা তাহা বেপারী (২২) ও শুভ বেপারী (২১)।

স্থানীয়রা জানায়, উত্তর রমজানপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই এলাকার মাসুদ বেপারীর দীর্ঘদিন ধরে পরকীয়া চলছে। তাদের এ সম্পর্কে বাধা দেন ঈমাম বেপারীসহ স্থানীয় কয়েকজন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুদ ও প্রবাসীর স্ত্রী এক হয়ে ঈমামকে কুপিয়ে জখম করেন। এসময় ঈমামের গোপনাঙ্গ কেটে ফেলা হয়। এছাড়া ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হন। 

অপরদিকে, এলাকাবাসী তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় ইমাম বেপারী বাদী হয়ে কালকিনি থানায় রাতে একটি অভিযোগ দায়ের করেছেন।

আহত ঈমাম বেপারী বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে মাসুদ বেপারী দীর্ঘদিন ধরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। বিষয়টি আমাদের পুরো গ্রামের মানুষের মধ্যে জানাজানি হয়। মাসুদ আমাদের গ্রামটাকে নষ্ট করতেছে সুদের ব্যবসা ও পরকীয়া করে। আমি তাকে বারণ করলে আমাকে দা দিয়ে কুপিয়ে আমার গোপনাঙ্গ কেটে ফেলেছে। আমাদের ভাতিজাদের কুপিয়ে জখম করেছে। আমি মাসুদের বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ বেপারী বলেন, আমাকেও ঈমাম বেপারী মারধর করেছে। সেসময় কি হয়েছে বলতে পারি না। আমাকে ফাঁসানো হচ্ছে।

কালকিনি থানার ওসি মো. সোহেল রানা জানান, ইমাম বেপারীর একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়