Apan Desh | আপন দেশ

আত্মসাতের টাকা ফেরত দিলেন শিক্ষা অফিসার 

বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৯, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৫৪, ৮ জানুয়ারি ২০২৫

আত্মসাতের টাকা ফেরত দিলেন শিক্ষা অফিসার 

ছবি : আপন দেশ

বান্দরবানে রুমা উপজেলার ৬৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের ‘আত্মসাত’ করা ৪-লাখের বেশি টাকা ফেরত দিয়েছেন সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর। ‘স্কুল স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ রুমার সহকারী শিক্ষা অফিসার বিরুদ্ধে’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর টাকা ফেরত দিলেন তিনি।

রুমা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করেছেন। চেক ও নগদ অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের হাতে ফেরত দেন আশীষ কুমার ধর। 

টাকা ফেরত দেয়ার বিষয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে জানতে চাই তারা স্বীকার করে তারা বলেন, যার যার স্কুলে স্লিপের টাকা ফেরত পেয়েছি। আমরা এবারে সম্পূর্ণ বরাদ্দকৃত টাকা দিয়ে স্কুলে কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারব।

আরও পড়ুন>>>রুমায় প্রাথমিক বিদ্যালয়ের স্লিপের টাকা আত্মসাতের অভিযোগ

রুমার শিক্ষা বিভাগের কর্মকর্তা আশীষ চিরান বলেন, আমাদের সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার ধর চেক ও নগদ অর্থ নেয়ার টাকা পুনরায় ফেরত দিয়েছে কিনা তা এখনো হাতে কলমে আমার কাছে পৌঁছেনি। তবে শিক্ষকদেরকে ফেরত দিয়েছে বলে শুনছি।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়