Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে মাসস’র কমিটি গঠন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০২, ৮ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে মাসস’র কমিটি গঠন

রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবনের মিলনায়তনে কমিটি গঠন।

রাঙামাটিতে মারমা সংস্কৃতি সংস্থার (মাসস) ৪৬ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে রাঙামাটি চেম্বার অব কর্মাস ভবনের মিলনায়তনে কমিটি গঠন নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

সভায় নব গঠিত নেতৃবৃন্দরা বলেন, সাবেক মাসস সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, ফ্যাসিস্ট সরকারের দোসর অংসুই প্রু চৌধুরী মাসস’র নাম ভাঙিয়ে কোটি কোটি লোপাট করেছে। সংগঠনের নামে বরাদ্দের এসি নিজের ঘরে লাগিয়েছে। মাসস কার্যালয় বর্তমানে তালা লাগানো আছে।

তারা আরও বলেন, তিনি একাদারে জেলা পরিষদের চেয়ারম্যান আবার মাসস সভাপতি। জেলা পরিষদ থেকে প্রতি বছর জলকেলি উৎসবের নামে বরাদ্দ নিয়ে কোটি কোটি টাকা পকেটে ভরেছে অংসুই প্রু চৌধুরী।

জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগে নেতা অংসুই সাইন চৌধুরীও মাসস’র নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছে। সংগঠনের বরাদ্ধকৃত অর্থ আত্মসাৎ এবং দুর্নীতির অভিযোগে ফ্যাসিস্ট সরকারের দোসরদের বিচারের আওতায় আনার দাবি জানান মাসস নেতৃবৃন্দ।

এসময় মাসস’র  নবগঠিত কমিটির সভাপতি থোয়ইসুইথই মারমা, সহ-সভাপতি আপাই মারমা, মংসুইউ চৌধুরী, সাধারণ সম্পাদক উসানু মারমা নয়নসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়