ফাইল ছবি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে সাবেক দুই মন্ত্রীসহ ১২৬ জনের নামে মামলা হয়েছে।
এর মধ্যে রয়েছেন- সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও সাবেক নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
বুধবার (০৮জানুয়ারি) দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলামের আদালতে এ মামলাটি দায়ের করা হয়।
মামলার বাদী দিনাজপুর সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী মাহবুবা আক্তার। তার ছেলে ভুক্তভোগী মুবাশ্বের রহমান গুলিবিদ্ধ ও আহত হওয়ার ঘটনার অভিযোগ উপস্থাপন করে মামলাটি করেন তিনি।
বাদীর অভিযোগ, ২০২৪ সালের ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে আন্দোলনকারীদের ওপর গুলি, ককটেল বিস্ফোরণ এবং হামলা করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।
ওই হামলায় বাদীর ছেলে মোবাশ্বেরসহ আন্দোলনে অংশ নেয়া বেশ কিছু সংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন।
বাদীর ছেলেকে ওইদিন আসামিরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে মোবাশ্বের তার বাড়িতে থেকে ব্যক্তিগত ভাবে চিকিৎসা নেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।