ছবি: আপন দেশ
পাবনায় এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৬ লাখ টাকার মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে এ টাকা উদ্ধার করা হয়।
বুধবার (০৮ জানুয়ারি) গভীর রাতে এ অভিযান পরিচালোনা করা হয়।
পাবনার সদর থানার ওসি আব্দুস সালাম জানান, রোববার (৫ জানুয়ারি) সরদার স্বপন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ব্যবসায়ী রেজাউল করিম স্বপন পাবনার অগ্রণী ব্যাংকের প্রধান শাখা থেকে ৬ লাখ টাকা তুলে শহরের আব্দুল হামিদ রোড হয়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের দিকে যাচ্ছিলেন।
ব্যাংকের সামনে পৌঁছানোর আগ মুহূর্তে ৮-১০ জনের একটি দলবদ্ধ ছিনতাইকারী দল তাকে ঘিরে ধরে। এসময় তার ব্যাগ কেটে নগদ টাকা নিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় রেজাউল করিম স্বপন থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে ছিনতাইকারী চক্রের সদস্যদের শনাক্ত করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১১টা ৩০ মিনিটে বগুড়া সদর থানার ডিবি পুলিশের সহায়তায় উত্তর চেলোপাড়া এলাকায় তিন ব্যক্তির বাড়িতে অভিযান চালায় পাবনা সদর থানা পুলিশ।
অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা পালিয়ে যায়। তবে পুলিশ তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে ছিনতাই হওয়া ৬ লাখ টাকার মধ্যে ৪ লাখ ১০ হাজার টাকা উদ্ধার করে।
ওসি আব্দুস সালাম জানিয়েছেন, উদ্ধারকৃত টাকাগুলো ব্যবসায়ী রেজাউল করিম স্বপনের কাছে ফিরিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।