মো. আতিয়ার রহমান।
দীর্ঘ পাঁচ মাসের অপেক্ষার পর রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছে সরকার। নিয়োগ পাওয়া নতুন ভাইস চ্যান্সেলরের নাম মো. আতিয়ার রহমান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক। তিনি একই বিভাগের ডিন হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা দেয়া হয়। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে রাবিপ্রবি আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী চার বছরের জন্য এ নিয়োগ দেয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০ (১) ধারা অনুসারে মো. আতিয়ার রহমান, ডিন ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল সায়েন্স ও প্রফেসর ডিপার্টমেন্ট অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে তার যোগদানের তারিখ থেকে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে পাঁচটি শর্ত দেয়া হয়েছে। সেগুলো হলো- উপাচার্য পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তার অবসরের অব্যবহিতপূর্ব পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষনিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের স্থবিরতা দূর করার জন্য শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছিলেন। আজ সকালেও শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও ডিসি কার্যালয় ঘেরাওয়ের পরিকল্পনা করেছিল।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত বছরের ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসির পদত্যাগের পর থেকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে পাঠদানসহ সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
গত ৬ জানুয়ারি শিক্ষার্থীরা রাঙামাটির বনরূপায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করে। পরে প্রশাসনের আশ্বাসে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা কর্মসূচি স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি আতিয়ার রহমানের নিয়োগে শিক্ষার্থীরা আশাবাদী যে দ্রুত সময়ের মধ্যে রাবিপ্রবি স্বাভাবিক কার্যক্রমে ফিরবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।