Apan Desh | আপন দেশ

রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ০৯:৪৭, ১০ জানুয়ারি ২০২৫

রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

রুশ নাগরিক ইভান কাইটমাজোভ

পাবনার ঈশ্বরদীতে নির্মণাধীন রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক ভবন গ্রীণসিটি থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে গ্রীণসিটির ১৪ নাম্বার ভবনের নবম তলার ৯৫ নং ফ্ল্যাটের ওয়াশরুম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রুশ নাগরিক ইভান কাইটমাজোভ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের স্কেম কোম্পানিতে ইলেকট্রিক সার্কিট ইনস্টলর পদে কর্মরত ছিলেন।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম জানান, নিহত রুশ নাগরিকের মরদেহ ওয়াশরুমে পাওয়া যায়। গ্রিনসিটির দায়িত্বরত চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। মরদেহের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়