কিশোরগঞ্জের ওলামা মাশায়েখ,তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতার মিছিল। ছবি: আপন দেশ
সাদপন্থিদের ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়েছেন কিশোরগঞ্জের ওলামা মাশায়েখ,তাবলীগের সাধারণ সাথী ও সর্বস্তরের তৌহিদী জনতা। বিশ্ব ইজতেমার মাঠে তাবলীগের সাথীদের হত্যার অভিযোগে তাদের বিচারের দাবি জানিয়েছেন। একইসঙ্গে সাদপন্থিদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিও জানিয়েছেন ওলামা-জনতা।
শুক্রবার (১০ জানুয়ারি) জুমা নামাজের পর জেলা শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়েছে।
এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা ইমাম ওলামা পরিষদের সভাপতি আল্লামা শফিকুর রহমান জালালাবাদী, ঐতিহাসিক শহীদী মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ ইমদাদুল্লাহ,মাওলানা শোয়াইব বিন আব্দুর রউফ,আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা শাব্বির আহমাদ রশিদ, জেলা ইমাম ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশারসহ জেলার শীর্ষ ওলামাগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত শুরায়ী নেজামের তাবলীগের সাথীদের হত্যা ও সাদপন্থি ‘সন্ত্রাসী’দের গ্রেফতার ও শাস্তিসহ তাদের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।