
ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
বিএনপি ও জামায়াতের মধ্যে কোনো ধরনের দূরত্ব নেই। রবং সু-সম্পর্ক রয়েছে। এ মন্তব্য করেছেন জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।
তিনি বলেন, আগামী দিনের রাজনীতি হবে ইতিবাচক। সকল রাজনৈতিক দলেই ইতিবাচক মনোভাব থাকবে। এটাই আমরা আশা করি। বিএনপি ঐক্যের কথা বলেছেন। তাদের সঙ্গে জামায়াতের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই।
শনিবার (১১ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নিজমেহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতের কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পিআর পদ্ধতিতে নির্বাচন বৈষম্য দূর করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পিআর পদ্ধতি বর্তমানে যে পদ্ধতিতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি তার তুলনায় ভালো ও বিশ্বে প্রায় ৬২টিরও বেশি দেশে এ পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এ পদ্ধতিকে সফল বলে মনে করি।
পিআর পদ্ধতির নির্বাচনের বৈশিষ্ট্য হলো, এতে প্রত্যেক ব্যক্তির মতামত উপস্থাপিত হওয়ার সুযোগ থাকে। আমরা দেখেছি, ৫০ হাজার ভোট পেয়ে নির্বাচিত একজন ব্যক্তি ৪৯ হাজার ভোট পাওয়া ব্যক্তির ভোট মূল্যহীন হয়ে যায়। কারণ ফলাফল শূন্য হয়ে যায়। তবে পিআর পদ্ধতিতে ভোটের হার অনুযায়ী প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে যে দলের ভোটের হার বেশি থাকবে, তাদের প্রতিনিধিত্বও বেশি হবে। একই সঙ্গে দ্বন্দ্বে বিশিষ্ট সংসদ ইস্যুও যদি সবাই ঐকমত হয়, তাহলে সেটি বিবেচনা করা যেতে পারে।
বাংলাদেশের তিন দিকে প্রতিবেশী দেশ ভারত। জামায়াতে ইসলামী যদি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখন পররাষ্ট্রনীতি কেমন হবে, এমন প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, আমাদের পররাষ্ট্রনীতি ইতোমধ্যে প্রকাশিত ও এটি অত্যন্ত স্পষ্ট। আমাদের নীতি হলো, আমরা সকল দেশের সঙ্গে সু-সম্পর্ক চাই, সমতা, অধিকার ও আমাদের নিজস্বতার স্বীকৃতির ভিত্তিতে। আমরা বিশ্বাস করি, প্রত্যেক দেশই তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের নীতি একই রকম হবে।
জামায়াতের এ নেতা বলেন, জনগণ যেন দেখে, বাংলাদেশের রাজনীতিতে আর পুরনো প্রথা নেই। আমরা জাতিকে নতুন স্বপ্ন দেখাবো, মিথ্যাচার, লুটপাট, অত্যাচার ও দখলের রাজনীতি শেষ। এক মহান বাংলাদেশ গড়ার জন্য আমরা ঘরে ঘরে ও দলের অফিসে একটি ইতিবাচক সুবাতাস ছড়িয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, জামায়াত কারো উপর কোনো মত চাপিয়ে দিবে না। এদেশে নারীদের পূর্ণ অধিকার দেয়া হবে, অমুসলিমরা নিরাপদে তাদের সব অধিকার ভোগ করবে।
শেখ হাসিনার সমালোচনা করে ডা. তাহের বলেন, ইতিহাস পুনরাবৃত্তি ঘটবে, ইতিহাস কোনো জালেমকে ক্ষমা করে না, ফ্যাসিবাদ ফিরে আসে না। আমরা পদত্যাগ চেয়েছিলাম, আর আল্লাহ তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।