
সংগৃহীত ছবি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তারা যুবদল নেতা তরিকুল ইসলামকে থানা থেকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে ও অভিযুক্তদের বিচার দাবি করে এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেন।
শনিবার (১১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা-সংলগ্ন এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয়া হয়।
অবরোধে অংশ নেয়া শ্রীনগর সরকারি কলেজের হিসাববিজ্ঞান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিয়াম হাওলাদার বলেন, আইন যেন সবার জন্য সমান হয়। সেটা কোনো ব্যক্তি বা নেতার জন্য যেন ভিন্ন না হয়। থানা থেকে যে আসামি পালিয়ে গিয়েছে তাকে ধরতে হবে। যারা ওই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে তাদেরকে ধরতে হবে। যে বা যাঁরা আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওপর থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের প্রত্যেকেই আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি পুলিশ যেন কোনো নেতার সঙ্গে লিয়াজু না করে আমাদের সবাইকে সে বিষয়ে খেয়াল রাখতে হবে।
আন্দোলন শেষে শিক্ষার্থীরা শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেয়া আসামি ও যারা আসামিকে ছিনিয়ে নিয়েছেন তাদেরকে দুই ঘণ্টার মধ্যে গ্রেফতারের সময় বেঁধে দেন।
অবরোধের কারণে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হয়।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ছাত্ররা মহাসড়ক থেকে সরে যায়। পরে আবারও এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক।
জানা যায়, শুক্রবার (১০ জানুয়ারি) মুন্সীগঞ্জের শ্রীনগর থেকে একটি মামলার এজাহারভুক্ত আসামি যুবদল নেতা তরিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। গ্রেফতারের পর রাত ১০টার দিকে তাকে জোর করে থানা হাজত থেকে ছিনিয়ে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে তাকে রাতভর ফেরত দেয়ার আশ্বাস দিলেও বিএনপি নেতারা ফেরত দেননি বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়। সে আনুযায়ী শনিবার সকালে তারা এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।