Apan Desh | আপন দেশ

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৬, ১১ জানুয়ারি ২০২৫

থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা

সংগৃহীত ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগর থানার হাজতখানা থেকে যুবদল নেতা তরিকুল ইসলামকে ছিনিয়ে নেয়ার ঘটনায় মামলা দায়ের হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলায় যুবদল, ছাত্রদল, ও স্বেচ্ছাসেবক দলের ৩১ জনের নাম উল্লেখসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৬০-১৭০ জনকে আসামি করা হয়েছে।

শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী জানান, থানায় হামলা, পুলিশের ওপর মারধর ও থানার কার্যালয় ভাঙচুরের অভিযোগে এ মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

আরও পড়ুন>>থানা থেকে যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার প্রতিবাদে এক্সপ্রেসওয়ে অবরোধ

থানা থেকে ছিনিয়ে নেয়া ওই আসামির নাম তরিকুল ইসলাম। তিনি শ্রীনগর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০ টার দিকে থানার অফিস কক্ষ থেকে তরিকুলকে ছিনিয়ে নিয়ে যায় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়, মারামারির ঘটনায় গত ১৯ নভেম্বর শ্রীনগর থানায় একটি মামলা হয়। মামলাটি নেয়ার জন্য মুন্সিগঞ্জ আদালত থেকে পুলিশকে আদেশ দেয়া হয়েছিল। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন তরিকুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। 

এদিকে থানা থেকে এজাহারভুক্ত আসামি ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে এক্সপ্রেসওয়ের অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

শনিবার বেলা ১২ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা। এ সময় তারা ওই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে স্লোগান দিতে থাকে। এ কারণে মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হয়।

হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ ছিল। পরে আসামিদের গ্রেফতারের প্রতিশ্রুতি দিলে ছাত্ররা মহাসড়ক থেকে সরে যায়।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়