আটক যুবদল কর্মী সুমন মন্ডল (৪০) ও কশাই বজলুল প্রামানিক।
জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় যুবদল নেতাসহ দুজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মুক্তার চৌধুরী আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শনিবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার জোড়খালি ইউনিয়নের কয়ড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার কয়ড়া বাজার এলাকার মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে আদারভিটা ইউনিয়ন যুবদল কর্মী সুমন মন্ডল (৪০) এবং একই এলাকার মাংস ব্যবসায়ী (কশাই) বজলুল প্রামানিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা মহিলা দলের সমাবেশ উপলক্ষে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার চৌধুরীর বাড়িতে ভোজের আয়োজন করা হয়।
মুক্তার চৌধুরী নির্দেশে যুবদল কর্মী সুমন মন্ডলসহ বেশ কয়েকজন জোড়খালী ইউনিয়নের দক্ষিণ খামার মাগুরা এলাকার এফাজ মন্ডলের বাড়ি থেকে একটি গরু চুরি করে। পরে রাতেই মুক্তা চৌধুরী গরুটি জবাই করে। সাথে সহযোগিতা করে মাংস ব্যাবসায়ী বজলুল প্রামানিক।
এদিকে রাতেই এফাজ মন্ডল তার গোয়াল ঘরে গরু দেখতে না পেয়ে এলাকায় খোঁজাখোঁজি শুরু করেন। গরু চুরির ঘটনায় এফাজ মন্ডলের বাড়িতে লোকজন জমায়েত হয়।
এক পর্যায়ে স্থানীয় লোকজন গরুর মালিকসহ কয়ড়া বাজারে যাওয়ার পথে বজলুর কাছে গরু মাথা ও চামড়া দেখে গরু সনাক্ত করেন। এসময় বজলু জানায়, বিএনপি নেতা মুক্তার চৌধুরী ও যুবদল কর্মী সুমন মন্ডল তাকে মাংস তৈরির জন্য নিয়ে যায়।
এ ঘটনায় উত্তেজিত জনতা বিএনপি নেতার বাড়িতে হামলা করতে গেলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে যুবদল কর্মী সুমন ও মাংস ব্যবসায়ী বজলুকে আটক করে। এসময় গরুর চামড়া, মাথা ও কিছু মাংস উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় বিএনপি নেতা মুক্তার চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২জনের নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরও ৭/৮জনকে আসামি করে একটি মামলা করা হয়।
ঘটনা সম্পর্কে জানতে মাহমুদুল হাসান মুক্তার চৌধুরী মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে আদারভিটা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আকবর ম্যালেটারীকে কল দিয়ে গরু চুরির বিষয় বলতেই তিনি ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।
এ ব্যাপার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি হাসান আল মামুন বলেল, গরু চুরি ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১২জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জন্য মাঠে টিম করছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।