Apan Desh | আপন দেশ

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫১, ১২ জানুয়ারি ২০২৫

দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি নেতা নিহত

নিহত বিএনপি নেতা আবুল হাসান রতন

কিশোরগঞ্জে তাড়াইল উপজেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন শাখা সভাপতি আবুল হাসান রতন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (১২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানা পুলিশের ওসি মো. সোহেল মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) রাউতি ইউনিয়ন বিএনপির নতুন কমিটি গঠন করা হয়। এতে আবুল হাসান রতন সভাপতি নির্বাচিত হন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কমিটি মেনে না নিলে এ নিয়ে দুই গ্রুপের মধ্যে তর্কাতর্কি হয়।

এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ ৩ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত ডাক্তার রতনকে মৃত ঘোষণা করেন। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়