Apan Desh | আপন দেশ

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫২, ১২ জানুয়ারি ২০২৫

অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টায় চালক খুন

ফাইল ছবি

কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বিসিক শিল্প নগরী এলাকা থেকে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে মীর হোসেনের (৬২) উদ্ধার করে পুলিশ। তিনি সদর উপজেলার তারাপাশা এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। 

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন মীর হোসেন। পরদিন সকালে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে মীর হোসেনকে হত্যা করে। তবে পাশের ধানক্ষেতে অটোরিকশাটি পড়ে থাকায় তা ছিনতাই করতে পারেনি।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে অভিযান চলছে। আইনানুগ প্রক্রিয়াও চলমান।

এ নির্মম হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়