Apan Desh | আপন দেশ

ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের হাতাহাতি

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৬, ১২ জানুয়ারি ২০২৫

ঘোষণাপত্রের পক্ষে লিফলেট বিতরণের সময় দুই গ্রুপের হাতাহাতি

ছবি: সংগৃহীত

পিরোজপুরে লিফলেট বিতরণকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। 

রোববার (১২ জানুয়ারি) দুপুরে পিরোজপুর টাউন ক্লাব মাঠে দুপক্ষের পাল্টাপাল্টি লিফলেট বিতরণ শেষে এ হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা পিরোজপুরের জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীদের বয়কট করেন।

জানা গেছে, কেন্দ্রঘোষিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে দেশজুড়ে লিফলেট বিতরণ ও জনসংযোগ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। এর ধারাবাহিকতায় দুপুরে পিরোজপুর শহরে সংগঠন দুটি পাল্টাপাল্টি লিফলেট বিতরণ করে। লিফলেট বিতরণ শেষে দুই পক্ষই শহরের টাউন ক্লাব মাঠে জড়ো হয়ে আলোচনা সভা করে। এ সময় দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে পিরোজপুর থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, দুপুর ১টার দিকে টাউন ক্লাব মাঠে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় কিছুটা উত্তেজনা দেখা দিলে দায়িত্বরত পুলিশ উভয় গ্রুপের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে।

উল্লেখ্য, গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকালে পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের মতবিনিময় সভায় পিরোজপুর জেলা শাখার কমিটি নিয়ে একটি সংঘর্ষের ঘটনা ঘটে। 

পিরোজপুর ছাত্রলীগের সাবেক নেতা শাহরিয়ার আমীন সাগর ও মুসাব্বির মাহমুদ সানি নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করলে তাদের মেনে নেননি সাধারণ শিক্ষার্থীরা। এরপর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটি গ্রুপ জাতীয় নাগরিক কমিটি এবং অন্য একটি গ্রুপ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া শুরু করে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়