ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে । ফাইল ছবি
ঢাকার ইডেন কলেজের এক ছাত্রলীগ নেত্রী ও তার ভাই গ্রেফতার হয়েছেন। তারা ভারতে পালানোর চেষ্টা করছিলেন। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বেনাপোল ইমিগ্রেশনে তাদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাগুরা সদরের বাসিন্দা স্বপন পান্ডের মেয়ে সুস্মিতা পান্ডে ও ছেলে সত্যজিত পান্ডে।
পুলিশ জানায়, সুস্মিতা পান্ডে ঢাকার ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি এ মামলার কথা স্বীকার করেছেন। নিউ মার্কেট এলাকার ওই হত্যা মামলায় সুস্মিতা মূল অভিযুক্ত।
ইমিগ্রেশন পুলিশের ওসি ইব্রাহিম আহম্মেদ বলেন, সুস্মিতা ও সত্যজিত দুপুরের দিকে বেনাপোল সীমান্ত পার হতে যাচ্ছিলেন। তাদের আচরণ সন্দেহজনক মনে হলে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে সুস্মিতা তার বিরুদ্ধে মামলার তথ্য প্রকাশ করেন।
তারা ভারতে চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছেন বলে দাবি করেন। কিন্তু যাচাই-বাছাইয়ে তাদের পালানোর পরিকল্পনা ধরা পড়ে। সীমান্তে আটকের পর পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে। এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান ওসি।
স্থানীয়রা জানান, তাদের বাড়ি মাগুরা সদরের সাতদোহা এলাকায়। হত্যাকাণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরেই তারা পলাতক ছিলেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।