ছবি: আপন দেশ
বান্দরবানের রোয়াংছড়িতে দুর্বৃত্তদের গুলিতে উমে প্রু মারমা (৩৪) নামের এক নারী আহত হয়েছেন। কে বা কারা গুলি চালিয়েছে সে বিষয়ে জানা যায়নি।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে তাছাড়া ইউনিয়নের হেমাগ্রী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত নারী - ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হেমাগ্রী পাড়া গ্রামের মৃত সাচিং প্রু মারমার মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করে গুলির আওয়াজ শুনতে পান এলাকাবাসীরা। ঘটনাস্থলে গিয়ে দেখেন গুলিবিদ্ধ হয়ে এক নারী জমিতে পড়ে আছে। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসেন।
আহত ভাই ক্যচিং নু বলেন, গতকাল গ্রামের বাড়িতে বেড়াতে এসেছেন। ভোরে জমিতে কাজ করতে যাওয়ার সময় তার পেটে গুলি লাগে। পরে গ্রামবাসীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।
ইউপি চেয়ারম্যান উনুমং মারমা বলেন, এলাকাবাসী মাধ্যমে খবর পেয়েছি কাজ করতে যাওয়ার সময় এক নারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রোয়াংছড়ি থানার উপ পরিদর্শক শুভ্র মুকুল বলেন, কাজ করতে গিয়ে এক নারী গুলিবিদ্ধ হয়েছে বলে খবর পেয়েছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।