Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে অবৈধ ১৫ ইটভাটা ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪০, ১৪ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে অবৈধ ১৫ ইটভাটা ধ্বংস, ৫ লাখ টাকা জরিমানা

ছবি: আপন দেশ

রাঙামাটির তিন উপজেলায় অভিযান পরিচালনা করে ১৫টি অবৈধ ইটভাটা ধ্বংস করেছে প্রশাসন। এসয় ইটভাটার মালিকদের পাঁচলাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। 

উচ্চ আদালতের নির্দেশনায় এবং বনাঞ্চল রক্ষায় গত কয়েকদিন ধরে প্রশাসন অবৈধ উঠা ইটভাটা বন্ধে কাজ করছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জেলার কাউখালী উপজেলার ১১টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। এতে ইটভাটার মালিক পক্ষদের সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছিলো।

লংগদু উপজেলার দু’টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়। এতে ইটভাটার মালিকদের ৮০হাজার টাকা জরিমানা করা হয়।

সর্বশেষ রাজস্থলী উপজেলার দুটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়। এতে মালিক জরিমানা করা হয় এক লাখ টাকা। 

উল্লেখ্য, হাইকোর্টের আদেশ প্রতিপালনে জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়