ছবি: আপন দেশ
শীতের দাপট কমেনি এখনো। সোয়েটার ও চাঁদর গায়ে জড়িয়ে উৎসবের আমেজে মেতে উঠেছে সিরাজগঞ্জের কামারখন্দ। দীর্ঘ ১৭ বছর পর উপজেলার কোনাবাড়ী যুব সমাজের ব্যানারে পৌষ উৎসব উদযাপন করেছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটায় কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রায় শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেন।
উৎসবের অংশ হিসেবে মাঠের একপাশে রান্না করা হয় ভাত, ডাল, ডিম ও সবজি।
বিএনপির নেতাকর্মীরা জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এ সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এ উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল।
পট পরিবর্তনের পর এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নতুন উদ্যমে পৌষ উৎসব উদযাপন করেছে।
নেতারা আরও বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এ আয়োজন। বাংলার প্রকৃতিকে রঙিন করে তোলার এ উৎসব আমরা আরও বড় পরিসরে করতে চাই।
উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। স্থানীয়রা এ ধরনের আয়োজনকে নিয়মিত করার আহবান জানান।
এ পৌষ উৎসবে প্রধান অতিথি ছিলেন-জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা বিএনপির সভাপতি মো. বদিউজ্জামান ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান প্রমুখ।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।