ছবি: সংগৃহীত
কিশোরগঞ্জের ভৈরব আওয়ামী লীগের কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি মোবাইল, ইনহেলার ও মদের খালি বোতল উদ্ধার করা হয়।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে আওয়ামী লীগের কার্যালয়ের স্বেচ্ছাসেবক লীগের পরিত্যক্ত অফিস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তকরণে কাজ করছি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।