Apan Desh | আপন দেশ

টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:১৮, ১৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১০:২১, ১৬ জানুয়ারি ২০২৫

টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ 

ছবি : আপন দেশ

পঞ্চগড়ে টানা তিনদিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এতে দূর্ভোগ বাড়ার পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের আয়-রোজগারে টান পড়েছে। পাল্লা দিয়েছে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। আয় রোজগার কমে যাওয়ায় পরিবার-পরিজন নিয়ে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। কনকনে শীতে কষ্ট পাচ্ছে গৃহপালিত প্রাণীরাও। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার (১৪ জানুয়ারী) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় তিনদিন ধরে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

সকাল থেকে দেখা যায়, ঝলমলে রোদ নিয়ে উঠেছে সূর্য। তবে কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে হাড়কাঁপছে এ অঞ্চলের মানুষদের। শীতের কারণে দূর্ভোগে পড়েছেন পাথর শ্রমিক, ভ্যান চালক, চা শ্রমিক, দিন মজুর থেকে নিম্ন আয়ের মানুষগুলো। শীতে আয় রোজগার কমে গেছে। একদিকে দৈনন্দিন বাজার, আরেক দিকে রোগের চিকিৎসা সবমিলিয়ে পরিস্থিতি বিপাকে পড়েছেন তারা। শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণে চেষ্টা করছেন তারা।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ বলেন, আজকে নিয়ে তিন দিন ধরে সকাল ৯টায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে রেকর্ড হওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে। বিশেষ করে হিমালয়ের পাদদেশে এ জেলাটি অবস্থান হওয়ায় এখানে শীতের মাত্রাটা বেশি হয়ে থাকে। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় রেকর্ড করা হয় ১০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার (১৫ জানুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগে মঙ্গলবার (১৪ জানুয়ারী) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ তাপমাত্রায় তিনদিন ধরে এ অঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়