
ছবি: আপন দেশ
কুষ্টিয়ায় এম এন্ড বি প্লাইউড ইন্ড্রাস্টিজ নামে একটি প্লাইউড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শহরতলীর কালিশংকরপুর এলাকায় পাশে ওই কারখানায় আগুন লাগে।
কারখানাটিতে কাঠ দিয়ে প্লাইউড বোর্ড তৈরি করা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কারখানাটির কর্মকর্তা ও কর্মচারীরা জানান, বৃহস্পতিবার সাড়ে ১২টার দিকে প্রেস মেশিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে কারখানার নিচতলায় ও দ্বিতীয় তলায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানাটির কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করতে পারেনি তারা। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কুষ্টিয়ার সহকারী পরিচালক জানে আলম বলেন, প্লাইউড বোর্ড তৈরির কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানার প্রেস মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রেস মেশিনের তেল জ্যাম হয়ে আগুনের সূত্রপাত হয়। পরে কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। কি পরিমাণের ক্ষয়ক্ষতির বিষয়টি এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।