Apan Desh | আপন দেশ

রাঙামাটিতে লোক-কারুশিল্প মেলার উদ্বোধন

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২১:৩৩, ১৬ জানুয়ারি ২০২৫

রাঙামাটিতে লোক-কারুশিল্প মেলার উদ্বোধন

ছবি: আপন দেশ

রাঙামাটিতে ১০ দিনব্যাপী লোক ও কারুশিল্প মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ আব্দুল শুক্কুর স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

এ সময় প্রধান অতিথি বলেন, তরুণ-তরুণীদের দেশ গড়ায় উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। তরুণরা এগিয়ে আসলে এ দেশটা বদলাবে। তাদের হাত ধরে তাদের পরিবার বদলাবে। পরিবার বদলালে সমাজ বদলাবে। সমাজ বদলানোর মধ্য দিয়ে এ দেশ বদলাবে। দেশ বদলানোর মধ্য  দিয়ে তরুণদের হাত ধরে একটা সুব্দর পৃথিবী গড়ে উঠবে।

এর আগে অতিথিবৃন্দরা জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে তৈরি স্মৃতিস্তম্ব প্রাঙ্গণ এবং  মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন চৌধুরী, রাঙামাটি জেলা পরিষদের সদস্যরা, জামায়াতের জেলা আমির আব্দুল আলিম, রাঙামাটি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চলতি মাস জুড়ে জেলা প্রশাসনের আয়োজনে তারুণ্যর উৎসব অনুষ্ঠিত হবে। মেলার পাশাপাশি বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়