Apan Desh | আপন দেশ

আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলা, রুমায় বিক্ষোভ

রুমা (বান্দরবান) সংবাদদাতা

প্রকাশিত: ২২:০৬, ১৬ জানুয়ারি ২০২৫

আদিবাসী ছাত্র-জনতার মিছিলে হামলা, রুমায় বিক্ষোভ

ছবি: আপন দেশ

ঢাকায় সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ঘেরাও কর্মসূচিতে ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’র নেতাকর্মীদের হামলার প্রতিবাদে বান্দরবানের রুমায় বিক্ষোভ-সমাবেশ করেছে আদিবাসী গোষ্ঠী।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) তুমি কে আমি কে, আদিবাসী আদিবাসী, পার্বত্য চট্রগ্রামে অপরেশন উত্তরণ নামে সেনাশাসন প্রত্যাহার কর করতে হবে স্লোগান দেয় তারা।

মংএসিং মারমা সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন রুমা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মংমিন মারমা। এ সময় হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 

এতে বিশেষ অতিথি ছিলেন ছাত্র জনতা ডমং মারমা, মংপং মারমা, যুব সমাজের সভাপতি মংহাইনু মারমা প্রমুখ।

ছাত্র জনতা ডমং মারমা বলেন, ঢাকায় এনসিটিবির সামনে পুলিশের উপস্থিতিতে কীভাবে পাহাড়িসহ দেশের সংখ্যালঘু জাতিসত্তার শিক্ষার্থী-জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলা করতে পারে? আমরা মনে করি এ ঘটনায় ‘উগ্রসাম্প্রদায়িক ও মৌলবাদী’ গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। আমরা এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি। আমরা আদিবাসী আমরা ক্ষুদ্র জাতিগোষ্ঠী নয়। 

তিনি আরো বলেন, ঢাকার মত জায়গায় এ হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি পরিকল্পিত হামলা। মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা হুমকি দিয়ে আসছে এবং বুধবার সকাল থেকে তারা ক্রিকেট স্ট্যাম্প ও লাঠিতে জাতীয় পতাকা বেঁধে এনসিটিবি ভবনের সামনে অবস্থান নিয়েছিল। অবিলম্বে নবম ও দশম-শ্রেণির পাঠ্যপুস্তকে ‘আদিবাসী’ শব্দ সম্বলিত গ্রাফিতি পুনর্বহাল, আদিবাসীদের সঠিক ইতিহাস ও পরিচিতি তুলে ধরাসহ সাংবিধানিকভাবে ‘আদিবাসীদের’ স্বীকৃতি দিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি।

জনমনি ত্রিপুরা বলেন, আদিবাসীদের ওপর এ হামলা পূর্বপরিকল্পিত। 

রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা বলেন, পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দযুক্ত চিত্রকর্ম বাদ দেয়ার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ‘সংক্ষুব্দ আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে ‘স্টুডেন্ট ফর সভারেন্টি’ সংগঠনের সদস্যদের হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানাই। 

প্রধান বক্তা মংমিন মারমা বলেন, সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র-জনতার ব্যানারে মিছিলটি এনসিটিবি ভবনের সমানে গেলে পুলিশের উপস্থিতিতে শান্তিপূর্ণ মিছিলে ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়। এতে ১০ থেকে ১৫ জন আহত হয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করছি। 

রুমা উপজেলা ছাত্র জনতারা বলেন, আমরা মনে করি এ ঘটনায় পার্বত্য চট্টগ্রামের সেটলারদের কিছু শিক্ষার্থী ও তাদের পেছনে উগ্রসাম্প্রদায়িক ও মৌলবাদী গোষ্ঠীর সম্পৃক্ততা রয়েছে। আমরা এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকন্ঠা প্রকাশ করছি। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান ছাত্র নেতারা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়