
ছবি: আপন দেশ
গোপালগঞ্জের কাশিয়ানীতে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক ও দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের শিবগাতী হিরণ্যকান্দি এলাকার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-উপজেলার পোনা এলাকার বিষ্ণু দাসের ছেলে দিপু দাস (১৮), বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মনির মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। নিহতদের মধ্যে দীপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
কাশিয়ানী থানার ওসি সফিউদ্দিন খান বলেন, এটি একটি সড়ক দুর্ঘটনা। আমরা এর বাইরে এখন পর্যন্ত অন্য কোনো তথ্য পাইনি। নিহতরা তিনজনই বন্ধু।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, উপজেলার পোনা গ্রামের বাড়ি থেকে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে একটি মোটরসাইকেলে করে পার্শ্ববর্তী জেলা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলেন ওই তিন যুবক। শিবগাতী হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে কুয়াশার কারণে অজ্ঞাত গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় দিপু ও বিশাল ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘাতক যানবাহনটি শনাক্তের চেষ্টা করছি। এ বিষয়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।