ছবি : আপন দেশ
ভারতের মিজোরামে জব্দ হওয়া অস্ত্রের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছে পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। শুক্রবার (১৭ জানুয়ারি) গণমাধ্যমকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ দাবি করেন ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা।
তিনি বলেন, মিজোরাম পুলিশের প্রেস বিবৃতির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ও ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে যে সংবাদ এসেছে তা আদৌ সত্য নয়। প্রকাশিত খবরে জব্দকৃত অস্ত্রের চালানের মাধ্যমে মিয়ানমারের চিন ন্যাশন্যাল ফ্রন্ট (সিএনএফ) এবং ইউপিডিএফের মধ্যে লেনদেন হচ্ছিল বলে উল্লেখ করা হয়েছে।
জব্দ হওয়া অস্ত্রের চালান বা সিএনএফ-এর সঙ্গে ইউপিডিএফের বিন্দুমাত্র সম্পর্ক নেই দাবি করে অংগ্য মারমা বলেন, যে এলাকায় অস্ত্রের চালানটি জব্দ হয়েছে তা বাংলাদেশ সীমান্তের কাছে। এ সীমান্ত অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে জনসংহতি সমিতির সন্তু লারমা গ্রুপের হাতে। অস্ত্রের চালানটি ধরা পড়লে তা ইউপিডিএফের কাছে যাচ্ছে বলে স্বীকারোক্তি দিতে ধৃত অস্ত্র চোরাকারবারীদের সঙ্গে চালান গ্রহীতাদের গোপন বোঝাপড়া থাকতে পারে বলে অংগ্য মারমা মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি আরো বলেন, অস্ত্রের আসল ক্রেতারা নিজেদের আড়াল করতে ও ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীন উদ্দেশে জব্দ হওয়া অস্ত্রের চালানের সঙ্গে ইউপিডিএফের নাম জড়ানো হয়েছে।
অংগ্য মারমা বলেন, ইউপিডিএফ একটি গণতান্ত্রিক সংগঠন। দেশের অন্যান্য গণতান্ত্রিক সংগঠনের মতোই ইউপিডিএফ গণতান্ত্রিকভাবে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে। কাজেই অস্ত্রের চালানের সঙ্গে ইউপিডিএফের জড়িত থাকার কোনো প্রশ্নই উঠে না।
এর আগে গতকাল বুধবার ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের সীমান্ত জেলা মামিতের সাইথাহ গ্রাম থেকে বিশাল অস্ত্রের চালান জব্দ করে দেশটির পুলিশ। অস্ত্রের এ চোরাচালানে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও মিয়ানমারের চীন ন্যাশনাল ফ্রন্ট (সিএনএফ) জড়িত বলে দাবি করে মিজোরাম পুলিশ। এ সময় সিএনএফ নেতাসহ অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।