
ছবি: আপন দেশ
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। এ খুনে বাধা দেয়ায় ভাবীর হাত-পা বিচ্ছিন্ন করেছে ঘাতক দেবর। নিহত ব্যক্তি হলেন- তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন তালুকদার কালুর ছেলে আতাউর রহমান তালুকদার বিপুল (৪৫)।
শুক্রবার (১৭ জানুয়ারি) দুপরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি (পশ্চিমপাড়া) গ্রামের ঘটনা এটি।
গুরুতর আহত তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগমকে (৭৫) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আতাউর রহমান তালুকদার বিপুল ও তার চাচাতো ভাই আসাদুজ্জামান তালুকদার আপেলের মধ্যে বাড়ি ও পুকুরের ৩ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।
শুক্রবার (১৭ জানুয়ারি ) সকালে ওই বাড়ির সীমানার গাছ কাটাকে কেন্দ্র করে কালুর ছেলে বিপুলের সঙ্গে আপেলের মা আনোয়ারা বেগমের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আপেল বহিরাগত লোকজন ডেকে এনে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে। এসময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা কেটে ফেলে। এতে ঘটনাস্থলেই বিপুল মারা যান।
এছাড়া হামলাকারীরা বিপুলের স্ত্রী মুক্তার ডান হাতের তিনটি আঙুল ও বাম পায়ের রগ কেটে ফেলে । তার মা আছমা বেগমকে জখম ও একটি হাত ভেঙে ফেলে।
প্রত্যক্ষদর্শী সৌরভ বাবু জানান, মারামারি চলাকালে আহতদের ডাক-চিৎকারে ঘটনাস্থলে এসে দেখি বিপুলের হাত-পা দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে। মুক্তার হাতের আঙুল ও পায়ের রগ কেটে দিয়েছে। পরে মসজিদের মাইকে ডাকাত পড়েছে বলে মাইকিং করে লোকজনকে ডেকে আনি। এসময় হামলাকারীরা অস্ত্র উচিয়ে ভয় দেখাতে দেখাতে ঘটনাস্থল ত্যাগ করায় কেউ কাছে ভিড়তে পারেনি।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া জানান, সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারী আপেল পালিয়ে যাওয়ায় তাৎক্ষনিক কাউকে আটক করা যায়নি। তবে আপেলের মা আনোয়ারা বেগমকে জনতা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের প্রস্তুতি এবং মূল ঘাতককে গ্রেফতারের চেষ্টা চলছে বলে তিনি জানান।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।