Apan Desh | আপন দেশ

ভারত-বাংলাদেশ নাগরিকদের মধ্যে সংঘর্ষে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৬:২২, ১৮ জানুয়ারি ২০২৫

ভারত-বাংলাদেশ নাগরিকদের মধ্যে সংঘর্ষে আহত ২

দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হলেও বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোমানস ল্যান্ড এলাকায় গম কাটাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে ভারত-বাংলাদেশ সীমান্তবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে।  

শনিবার (১৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঘটনার সূত্রপাত হলেও বিকেল ৩টা পর্যন্ত সংঘর্ষ চলছিল।

কিরণগঞ্জ সীমান্ত থেকে এ উত্তেজনা কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে সেই চৌকা সীমান্তেও ছড়িয়ে পড়ে এর বিস্তৃতি ঘটে  সীমান্ত ৩ কিলোমিটার  পর্যন্ত।  
এ ঘটনায় ২ বাংলাদেশি আহত হয়েছেন। এ সংবাদ লেখা পর্যন্ত ভারতীরা বাংলাদেশীদের লক্ষ্য করে হাত বোমা নিক্ষেপ করছে। অন্যদিকে বাংলাদেশের সীমান্তবাসীরা লাঠিসোটা এবং হাসোয়া নিয়ে সীমান্ত অবস্থান করছেন।

আহতরা হলেন- বিনোদপুর ইউনিয়নের ঘন্টোলা বিশ্বনাথপুর গ্রামের জিয়ারুল ইসলামের ছেলে রনি, কারিগঞ্জ গ্রামের সেরাজুল ইসলামের ছেলে ফারুক।

দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি।  

স্থানীয়দের অভিযোগ চৌকা সীমান্ত এলাকায় অন্তত ৩০টি আমগাছ এবং শতাধিক বরই গাছ ভারতীয় জনগণ বাংলাদেশী ভূখণ্ডে প্রবেশ করে কেটে ফেলেছে।

কালিগঞ্জ ঘুমটোলা গ্রামের রবু জানান, ফারুক মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার পরিস্থিতি দেখার জন্য অবস্থান করা কালে ভারতীয়দের ছুড়া পাথরে মাথায় গুরুতর আহত হয়।  

মিঠুন জানান, রনি সীমান্তের বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকার সময় ভারতীয় আর ১০ জন বাংলাদেশ অনুপ্রবেশ করে রনির ওপর আক্রমণ করে এতে হাসে রনি আহত হয়।

৫৯ বিজিবি ব্যাটেলিয়ান এর উপ অধিনায়ক ইমরুল কায়েস ঘটনাস্থলে  অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তলব করা হয়েছে অতিরিক্ত ফোর্স।

অপরদিকে ভারতীয় সীমান্তে অতিরিক্ত বিএসএফের অবস্থান লক্ষ্য করা গেছে। তবে বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক ৫৯ বিজিবি ল্যাফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়