Apan Desh | আপন দেশ

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

পাবনা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০৫, ১৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:০৮, ১৮ জানুয়ারি ২০২৫

আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে পাবনায় মানববন্ধন

ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করে জাতীয় আদিবাসী পরিষদ।

ঢাকায় আদিবাসী ছাত্র-জনতার এনসিটিবি ভবন ঘেরাও শান্তিপূর্ণ কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং বিচারের দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি আশিক চন্দ্র বানিয়ার্স, সাধারণ সম্পাদক চন্ডি কুমার বাগদি, আদিবাসী ছাত্র পরিষদ পাবনা জেলা শাখার আহবায়ক অপূর্ব শিং, সাবেক সভাপতি হিতেন টপ্যসহ আরো অনেকে।

বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি পেশ করে বলেন, আদি সৃষ্টি লগ্ন থেকেই আদিবাসীদের সংগ্রামী ভূমিকা ছিল আছে এবং থাকবে। সেই সাথে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। আর ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়