Apan Desh | আপন দেশ

কাপ্তাই হ্রদের শুটকি হতে পারে অর্থনীতির বড় খাত

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩৬, ১৯ জানুয়ারি ২০২৫

কাপ্তাই হ্রদের শুটকি হতে পারে অর্থনীতির বড় খাত

ছবি : আপন দেশ

রাঙামাটির কাপ্তাই হ্রদে উৎপাদিত মৎস্যকে শুটকিতে রূপান্তর করতে পারলে এটি এ অঞ্চলের অর্থনৈতির জন্য বড় খাত হতে পারে। এমন মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান। 

রোববার (১৯জানুয়ারী) সকালে রাঙামাটি পৌরসভার মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় শ্রম দফতরের আয়োজনে মৎস্যজীবিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সচিব বলেন, কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। অবৈধ জালের কারণে মাছের পোনা ধ্বংস হচ্ছে। হ্রদ থেকে উৎপাদিত মাছ দিয়ে তৈরি শুটকি হতে পারে মৎস্যজীবিদের জন্য নতুন অর্থনৈতিক খাত। এইজন্য শ্রম অধিদফতর থেকে প্রশিক্ষণ নিতে মৎস্যজীবিদের নির্দেশনা দেন। পাশাপাশি মৎস্য শিকারে অবৈধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে মৎস্যজীবিদের অনুরোধ জানান।

সচিব এ এইচ এম সফিকুজ্জামান মৎস্যজীবিদের উদ্দেশ্যে বলেন, মৎস্যজীবিরা বাঁচলে রাঙামাটি বাঁচবে। আপনাদের নিয়ে রাঙামাটি ব্রাডিং করছি। কৃষি ঋণের ফেরালাল হিসেবে মৎস্যজীবিদের ঋণ দিতে তিনি ঊর্দ্ধতন মহলকে অবহিত করবেন বলে জানান। সচিব  এসময় মৎস্যজীবিদের ট্রেড ইউনিয়ন করার পরামর্শ দেন।

সভায় মাছ ধরা বন্ধকালীন সময়ে জেলেদের ভিজিএফ চাল দেয়ার পাশাপাশি বিকল্প কর্ম সংস্থানের ব্যবস্থা করে দিতে সচিবের কাছে অনুরোধ জানান মৎস্যজীবিরা।

রাঙামাটি পৌর প্রশাসক নাসরিন সুলতানার সভাপতিত্বে শ্রম অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক মো. আবু আশরীফ  মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক গিয়াস উদ্দীন, রাঙামাটি সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফত রাঙামাটি জেলার উপ-মহাপরিদর্শক প্রকৌশলী শরীফ আহম্মেদ আজাদ এবং কর্ণফুলী মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি শহর আলী বক্তব্য রাখেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়