Apan Desh | আপন দেশ

কুড়িগ্রাম কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫২, ১৯ জানুয়ারি ২০২৫

কুড়িগ্রাম কৃষকদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের

ফাইল ছবি

কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক রিপন রহমানের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ওই নেতার সহাযোগি, সদর উপজেলার কৃষকদলের আহবায়ক তাজুল ইসলাম, মুকুল মিয়া, হেলাল আহমেদসহ আরও ১০জনের বিরুদ্ধে। থানায় এ অভিযোগ করেছেন কুড়িগ্রামের হলোখানা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মহাসচিব বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। 

অভিযোগে বলা হয়েছে, দাবিকৃত চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় রিপন রহমানসহ অন্যরা রফিকুল ইসলাম ও তার সঙ্গীকে জীবন নাশের হুমকী দিয়েছেন।

তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে আবেদন করেছেন হলোখানা ইউনিয়ন বিএনপিও ই নেতা। অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক  মোঃ শহিদুল ইসলাম বাবুল, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফাজিজুর রহমান মোস্তফার কাছে। 

থানায় দায়েরকৃত অভিযোগ থেকে জানা গেছে, রফিকুল ইসলাম পেশায় সাব ঠিকাদার। গত ১৫ জানুয়ারি মূল ঠিকাদারের কাছ থেকে কাজের সাব কন্টাক্টের চুক্তিপত্র সম্পাদন করার জন্য হলোখানা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলামকে সঙ্গে নেন। সন্ধ্যা টার দিকে কুড়িগ্রামের খলিলগঞ্জ পানি উন্নয়ন বোর্ড অফিসের ভেতরে প্রবেশ করার সময় সেখানে উপস্থিত মূল ঠিকাদারের ম্যানেজার ও পাউবোর প্রকৌশলী। 

অভিযোগে রফিকুল ইসলাম বলেন, ওই স্থানে আগে থেকে অবস্থান করা জেলা কৃষক দল আহবায়ক রিপন রহমান, সদর উপজেলা শাখার আহবায়ক তাজুল ইসলাম, মুকুল মিয়া, হেলাল আহমেদসহ ৮-১০ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা তাদের পথ রোধ করে। ৩০ লাখ টাকা চাঁদা দাবি করেন। বিবাদীগণের চাঁদা দাবি পুরণে অপারগতা প্রকাশ করলে বিবাদীগণ আমাকে ও আমার সঙ্গীকে জীবন নাশের হুমকি প্রদান করেন-অভিযোগে উল্লেখ করেন রফিকুল ইসলাম।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়