ছবি : আপন দেশ
প্রেম মানে না কোন বাধা! প্রেম খাটি হলে হাজারও ঝড়-তুফান কে উপেক্ষা করে তার নিজ গতিতে এগিয়ে চলতে থাকে। আসলে প্রেম হচ্ছে অন্ধ। এ অন্ধকারের মধ্যে ডুব দিলে পৃথিবীর সব কিছু ভুলিয়ে শুধু প্রেমিক প্রেমিকার কথাই মনে পড়ে! এমনি এক প্রেমকে বাস্তব রুপ দিতে বিয়ের জন্য সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছেন এক ভারতীয় গৃহবধু।
কিন্তু তাদের সে আশা পূরণ করতে দেয়নি বেরসিক বিজিবি'র সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় প্রেমিকের সহযোগীসহ বিজিবির সদস্যদের হাতে আটক হয়েছেন ভারতীয় ওই গৃহবধু।
ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জানুয়ারী ) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের ৯৩৩ নম্বর আন্তর্জাতিক সীমানা পিলারের পাশে বালাতাড়ী গ্রামে। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট বিজিবি ক্যাম্পের সদস্যরা এদিন সন্ধ্যায় বাংলাদেশী সহযোগীসহ দুই ভারতীয় নাগরিককে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন।
আটককৃতরা হলেন, ভারতের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২২)।
ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ জানান, রাতে বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক ও তাদের সহযোগী এক বাংলাদেশী সহ তিনজনকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।