![কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু কোচের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু](https://www.dailyapandesh.com/media/imgAll/2021September/Kurigram-Accident-Daily-ApanDesh-2501200702.jpg)
ছবি : আপন দেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দূরপাল্লার একটি যাত্রীবাহি কোচের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘন কুয়াশার কারণে এ দূর্ঘটনা ঘটেছে মনে করছেন স্থানীয়রা।
নিহত ব্যক্তির নাম আব্দুস সাত্তার মুহুরী (৪০)। তার বাড়ি ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পাগলাহাট চর এলাকায়। তিনি কুড়িগ্রাম জজকোর্টের মহুরি ছিলেন।
স্থানীয়রা জানায়, সকালে কুয়াশায় সামান্য দূরের রাস্তা ঘাট দেখা যাচ্ছিলোনা। ঢাকা থেকে ভূরুঙ্গামারী যাচ্ছিলো দূরপাল্লার কোচ পিংকি-বাচ্চু। এদিকে ভূরুঙ্গামারী থেকে মোটরসাইকেল করে কুড়িগ্রাম জর্জকোর্ট যাচ্ছিলেন মহুরি আব্দুস সাত্তার। সকাল সাড়ে সাতটার দিকে কুয়াশার ভেতর চড়াইখেলা ব্রিজ এলাকায় দুটি গাড়ী মুখোমুখি হলে দুই চালক গাড়ী নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হলে মুখোমুখি ধাক্কা লাগে। এতো মোটরসাইকেলটি বাসের নিচে পড়ে যায় এবং চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী ছাত্তার মহুরি ঘটনাস্থলে মারা যান।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। পুলিশ বাসটিকে জব্দ করেছে। মরদেহ উদ্ধার নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।