Apan Desh | আপন দেশ

ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৩২, ২০ জানুয়ারি ২০২৫

ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশি আটক

ছবি : আপন দেশ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্তে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় বাংলাদেশি ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৫৬ বিজিবি) নীলফামারী ব্যাটালিয়নের সদস্যরা। এদের মধ্যে ৩জন শিশু থাকায় সোমবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে রাত প্রায় ১টার দিকে বোদা থানাধীন বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের ভেতরে কাজীপাড়া সীমান্ত এলাকা থেকে তদেরকে আটক করা হয়। আটককৃতরা হিন্দু ধর্মাবলম্বী। এদের মধ্যে ৩জন পুরুষ, ২ জন মহিলা ও ৩জন শিশু। তারা দিনাজপুর ও পঞ্চগড়ের বাসিন্দা।

আটককৃতরা হলেন হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩) ও তার ছেলে প্রানাভি রায় (০৩), একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮), তার ছেলে শ্রী সমর রায় (১০) ও মেয়ে চুমকা রাণী রায়। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপাজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আসছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে ৮ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ০৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় এসেছেন তারা।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনের আওতায় আনার লক্ষে সদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ চেষ্টা করলে আমাদের টহল দল তাদের সীমান্ত এলাকা থেকে আটক করেছে। 

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে তারা জানায়, দালালের মাধ্যমে এক লক্ষ ৩০ হাজার টাকার বিনিময়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। এ ঘটনায় বোদা থানায় আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আইনগত ব্যবস্থ গ্রহণ করা হচ্ছে। তাদের থেকে ব্যক্তিগত ৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ৪ হাজার ৫৮৪ টাকাসহ জেলার বোদা থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে  বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়