ছবি : আপন দেশ
ইসলামী সংগীতশিল্পী এ জামানের নতুন গান অনলাইনে মুক্তি পেয়েছে। মহান আল্লাহর নেয়ামতের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ নতুন গান "শুকরিয়া আদায়" শিরোনামের এ গানটির লেখা, সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। সোমবার (২০ জানুয়ারি) শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল "A zaman official" এ গানটি প্রকাশ করেছে। এদিন বিকেলে কুড়িগ্রাম জেলা শহরের বাবর টাওয়ারে গানটি মুক্তির উদ্ধোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওহী ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল এস এম শহীদ, ফ্রিল্যান্সার ও গ্রাফিক্স ডিজাইনার মিনহাজ দিনার, কুড়িগ্রাম হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েসনের সেক্রেটারী ডা. বাবুল রানা, গণমাধ্যমকর্মী সুজন মোহন্ত, ফজলুল করীম ফরাজী, মাসুদ রানা, উপস্থাপক ও সাউন্ড ডিজাইনার হাফিজ আবরার, ভিডিও নির্মাতা আহমেদ সাইদ, গীতিকার ও সুরকার সোহেল রানা, ডা. জুবায়ের আন নাইম সহ প্রমূখ।
গানটির রেকর্ড নিয়েছেন হাফিজ আবরার। মিউজিক কম্পোজ করেছেন তানভীর খান। গানটির ভিডিও চিত্র ধারণ করা হয়েছে কুড়িগ্রামের ইকোপার্কে। গানের ভিডিও চিত্রায়ণ ও সম্পাদনায় ছিলেন আহমেদ সাইদ।
শিল্পী এ জামান বলেন, আমরা পৃথিবীতে মহান আল্লাহর অসংখ্য নেয়ামাত ভোগ করছি। কিন্তু নেয়ামতগুলোর জন্য আমরা আল্লাহর নিকট শুকরিয়া না জানিয়ে ভুল পথে পা বাড়িয়ে বিপদগামী হয়। তাই গানটির মাধ্যমে নেয়ামতের কিয়দংশ ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মাত্র।
গানটির ভিডিও চিত্রায়ণ ও সম্পাদনাকারী আহমেদ সাইদ বলেন, গানটির পূর্নতা আনতে অন্তত দুই মাস সময় লেগেছে। রিলিজের প্রথম দিনেই ইউটিউব চ্যানেলে ব্যাপক সাড়া পেয়েছে। আশাকরি এটি আরও দর্শক শ্রোতাদের হৃদয় ছুয়ে যাবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।