ছবি : আপন দেশ
নাটোরের লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর ৩ কিশোর নিহত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলার সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি। লালপুর থানা পুলিশের ওসি মো. নুরুজ্জামান এ খবর নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ২ দুই কিশোর ঘটনাস্থলেই নিহত হয়। আর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যায়। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, তারা দুর্ঘটনার বিষয়টি নিয়ে কাজ করছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।