Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে বিনামূল্যে চক্ষু শিবির

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৪৮, ২১ জানুয়ারি ২০২৫

পঞ্চগড়ে তারুণ্য উৎসবে বিনামূল্যে চক্ষু শিবির

ছবি: আপন দেশ

পঞ্চগড়ে মাসব্যাপী তারুণ্য উৎসবে বিনামুল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে পঞ্চগড় স্টেডিয়ামে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। এ সময় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়সহ প্রাথমিক ওষুধপত্রও দেয়া হয়। 

চক্ষুশিবিরে চিকিৎসা সহায়তা দিচ্ছে দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল। আন্ধেরী হিলফি বন নামের জার্মান ভিত্তিক একটি স্বেচ্ছাসেবি সংস্থা আর্থিক সহায়তা দিচ্ছে। 

জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী তারুণ্য উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামূল্যে চক্ষু শিবির। চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুর হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানায় আয়োজক কর্তৃপক্ষ। 

এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে। বেলুন উড়িয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসক মো সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহবায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি, স্বেচ্ছাসেবী ফোরামের প্রধান সমন্বয়ক আহসান হাবিব প্রমুখ।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়