Apan Desh | আপন দেশ

সাত ঘন্টা পর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৮, ২২ জানুয়ারি ২০২৫

সাত ঘন্টা পর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

ছবি : আপন দেশ

ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশা কেটে যাওয়ায় দীর্ঘ সাত ঘণ্টা বন্ধ থাকার পর দুই নৌ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২২ জানুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরুর বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

তিনি জানান, বুধবার সকালে নদীতে কুয়াশা কেটে যাওয়ায় দুই পথে ফেরি চলাচল শুরু করেছে। এর মধ্যে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সকাল সাড়ে ৯টা থেকে এবং আরিচা-কাজিরহাট নৌপথে পৌনে ১০টা থেকে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টার পর থেকে নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ২টা থেকে আরিচা-কাজিরহাট ও রাত সাড়ে ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে ৯টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাটে নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ঘন কুয়াশার কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ২টার দিকে আরিচা-কাজিরহাট ও রাত সাড়ে ৩টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। এ সময় মাঝ নদীতে কাজিরহাটে দুইটি ও পাটুরিয়ায় তিনটি ফেরি নোঙর করে রাখা হয়। পুনরায় চালু হওয়ার পর দুই ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়