Apan Desh | আপন দেশ

শর্টসার্কিটের আগুনে পুড়লো ১১ দোকান

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: ১২:২৯, ২৩ জানুয়ারি ২০২৫

শর্টসার্কিটের আগুনে পুড়লো ১১ দোকান

ছবি : আপন দেশ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে অগ্নিকান্ডে ১১টি দোকানসহ ২টি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২২ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার রাতে উপজেলার সুখচর ইউনিয়নের আফাজিয়া বাজারের একটি কসমেটিক দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। নিজের দোকানে আগুন দেখে হৃদরোগে আক্রান্ত হন এক মালিক। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১১টি দোকান ও দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা হারুনুর রশীদ জানান, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ১১ দোকান ও দুটি বসতঘর পুড়ে যায়। এরমধ্যে কাপড় দোকান, চা দোকান, কসমেটিক দোকান, গ্যাসের দোকানসহ বিভিন্ন দোকান ছিল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ২০ লাখ টাকার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়